১৮ সেকেন্ডে চার্জ! ভ্যারেভোল্ট ব্যাটারিতে ইভি প্রযুক্তিতে বিপ্লব
একটি ব্রিটিশ সংস্থা তৈরি করেছে অত্যন্ত শক্তিশালী ইভি ব্যাটারি। ব্যাটারিটি মাত্র ১৮ সেকেন্ডে পুরো চার্জ হয়ে যায়। সংস্থার নাম RML গ্রুপ। তারা তৈরি করেছে ‘ভ্যারেভোল্ট’ ব্যাটারি। ২ জুন, সরকার এটির ব্যাপক উৎপাদনের অনুমোদন দেয়। এখন এটি বাণিজ্যিকভাবে তৈরি করা যাবে। ব্যাটারিটি প্রতি কিলোগ্রামে ৬ কিলোওয়াট শক্তি দিতে পারে। খুব কম সময়ে সম্পূর্ণ শক্তি দিতে ও নিতে পারে। RML বোর্ড সদস্য মাইকেল ম্যালক জানিয়েছেন, এটি বিদ্যুৎ “ঝটপট খরচ করতে পারে।” কিছু ছোট কোম্পানি ইতিমধ্যেই এই ব্যাটারি ব্যবহার করছে। এটি ব্যবহৃত হচ্ছে ভবিষ্যত ডিজাইনের হাইব্রিড গাড়ি Czinger 21C-তে। গাড়িটি ব্যাটারির বিদ্যুৎ ও পেট্রোল ইঞ্জিন একসঙ্গে ব্যবহার করে চলে। বর্তমানে RML ছোট পরিসরে এই ব্যাটারি তৈরি করছে। তবে ভবিষ্যতে বড় পরিমাণে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তারা পুরনো হাইপারকারের ব্যাটারি বদলের কিটও তৈরি করছে, যেমন LaFerrari বা McLaren P1-এর জন্য।